এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যু ঘটনা থামছে না। শুক্রবার (১৮ জুলাই)
সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় একজন একজনের মৃত্যু হয়েছে। আর এই
সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৪ জন রোগী।
শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও
কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। এ সময়ে বিভাগটিতে
নতুন আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১৬১ জন। বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, গত ২৪
ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন
৩৯৪ জন।
পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪
নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। আর ঢাকার
বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২৯ জন। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর
আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬২জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক ২ শতাংশ পুরুষ
এবং ৪৬ দশমিক ৮ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত
হয়েছেন মোট ১৬ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ
নারী।