ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতেই বিএনপি তার রাজনৈতিক জোটসহ শরীকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘‘আসন বণ্টনের আলোচনা এখনই শুরু হয়নি, তবে তফসিল ঘোষণার পর থেকে এই প্রক্রিয়া শুরু হবে।’’
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির যোগাযোগ কমিটি ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতেই এসব তথ্য জানান খসরু। তিনি আরও বলেন, ‘‘নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলে আসন বণ্টনের বিষয়ে আলোচনা দ্রুত সম্পন্ন করা হবে। আমরা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সকল সমমনা দলের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবো।’’
গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে খসরু জানান, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকের উপর ভিত্তি করে দলের মধ্যে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা উভয় দলের পক্ষ থেকে সন্তোষজনকভাবে গ্রহণ করা হয়েছে।
খসরু বলেন, তারা নির্বাচনের আগে বাস্তবায়নের জন্য ৩১ দফা সংস্কার এজেন্ডাসহ পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। ‘‘আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম, তেমনি নির্বাচনের সময়, সরকার গঠনে এবং ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মিলেমিশে কাজ করে যাব।’’
জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান বৈঠক সম্পর্কে তিনি জানান, যেখানে পারস্পরিক সম্মতি সম্ভব হবে, সেগুলো সংস্কারে অন্তর্ভুক্ত হবে, অন্যথায় তা নির্বাচনে জনগণের সামনে উপস্থাপন করা হবে। দলের স্বতন্ত্র রাজনৈতিক ধারণা, দর্শন এবং লক্ষ্য থাকায় সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয় বলে খসরু মন্তব্য করেন৷
এছাড়া তিনি আরও বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং এখন সরকারের পক্ষ থেকে তার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সিদ্ধান্তের অপেক্ষায় তারা রয়েছেন। ‘‘বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের রায় স্পষ্ট। আমরা বিশ্বাস করি, আইন অনুযায়ী ইশরাক শপথ গ্রহণ করবেন।’’
খসরু আরও বলেন, ‘‘বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার উভয়ই আইনের শাসনে বিশ্বাসী। সত্যিকারের আইনের শাসন মানলে অবশ্যই ইশরাকের শপথ গ্রহণ হওয়া উচিত। আমরা এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’’