পাবনাবাসীরা তাদের জীবনযাত্রা সহজ করতে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস চালুর তীব্র দাবিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। শেকড় পাবনা ফাউন্ডেশনের আয়োজনে রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে শুরু হয়ে শহরজুড়ে ঘন্টাব্যাপী বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো দাবি করেন, ঈশ্বরদী বিমানবন্দর দ্রুত চালু করা হোক এবং পাবনা শহরে যানজট কমাতে চার লেন সড়কের কাজ এগিয়ে নেওয়া হোক।
বক্তারা বলেন, পাবনার রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে দীর্ঘদিন ধরে ট্রেন সার্ভিস চালু করতে ব্যর্থ হওয়ায় তারা রাজপথে এসে নিজের দাবি তুলে ধরতে বাধ্য হয়েছেন। বর্তমানে পাবনা থেকে মাঝপাড়া পর্যন্ত অকার্যকর রেললাইন চালু থাকলেও, সেটি উন্নত করে দ্রুত পাবনা-ঢাকা ট্রেন পরিষেবা কার্যকর করতে হবে। আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করলে যাত্রাপথ দ্বিগুণ কমে ১৫ মিনিটে পারাপার সম্ভব হবে বলে উল্লেখ করেন তারা।
মানববন্ধনে বলা হয়, ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু হওয়া অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি, পাবনা আটঘরিয়া হয়ে মাঝপাড়া পর্যন্ত ঘোরানো ট্রেন পথের পরিবর্তে সরাসরি রুট চালু করতে হবে, কারণ দীর্ঘ ভ্রমণজনিত জটিলতা এ স্থানীয়দের ভোগান্তি বাড়াচ্ছে।
এছাড়াও, শামিলরা আবারো দাবি করেন, যমুনার নতুন সেতু নগরবাড়ি আরিচায় নির্মাণ এবং দ্বিতীয় যমুনা সেতু দ্রুত বাস্তবায়ন করলে এ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব পড়বে। ইছামতী নদীর খনন কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনসহ সকল সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।
মানববন্ধনে পাবনা জেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় শিল্পী, শিক্ষকদের পাশাপাশি পাবনার স্কুল, কলেজ ও নার্সিং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে ও আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলির সঞ্চালনায় একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি দ্রুত ট্রেন চালু সহ সকল দাবি পূরণে জোরালো হুঁশিয়ারি প্রদান করেন।