ঢাকা | বুধবার | ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সেনাবাহিনীর অভিযান: অপহৃত তিন শিক্ষার্থী উদ্ধার, চার জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

বগুড়ায় সেনাবাহিনীর উদ্যোগে অপহৃত তিন শিক্ষার্থীকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত চার জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের মালতিনগর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে এ সাংঘাতিক ঘটনাটির সমাধান এসেছে।

আটককৃতদের নাম হলো: আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

শুক্রবার দুপুরে বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হানের নেতৃত্বে একটি টহল দল মালতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অপহরণকারীরা ভুক্তভোগী পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল। ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা হতভম্ভ হয়ে পড়লে কোনও রকম সংঘর্ষ ছাড়াই শিক্ষার্থীদের উদ্ধার সম্ভব হয়।

অভিযানের সময় সেনাবাহিনী বেশ কিছু অবৈধ সরঞ্জাম জব্দ করেছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সাতটি দেশীয় ধারালো অস্ত্র, তেরোটি সিমকার্ড, তিনটি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি।

আটককৃতদের হাতে থাকা এসব সরঞ্জাম বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে বলে কর্মকর্তারা জানান।