ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ভালুকা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযানে জড়িয়ে চার জনকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন—জামিরদিয়ার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সজিব মিয়া (২৬), একই এলাকার মোঃ নাবিল হোসেন নবীর ছেলে মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুরের শ্রীপুরের উদয়খালী এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৭) এবং ডুমবারিরচালা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাঈম খান (২৫)।
অভিযানে তাদের কাছ থেকে মোট ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনায় চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে পরের দিন (১৬ আগস্ট) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।”