ঢাকা | বুধবার | ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৭ হিজরি

মুসলিম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রংপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ

মুসলিম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এবং সারা বিশ্বে

মুসলিমদের নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও

প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের রংপুর মহানগর ও জেলা শাখা। 

 

শুক্রবার (২৭ জুন) বিকাল ৫টার দিকে রংপুর সদর হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের হয়ে

রংপুর সিটি করপোরেশন হয়ে পুলিশ লাইনের সামনের রাস্তা দিয়ে সদর উপজেলা হাসপাতালের

সামনে এসে শেষ হয়। 

এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ভারতের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান

দেন। ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান নেতারা। সরকার যাতে ইসরায়েলি সব রপ্তানি

থেকে বিরত থাকে সে ব্যাপারে  ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। 

‎দলটির জেলা সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলার উপদেষ্টা

ক্বারী আতাউল হক, জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, মহানগর সভাপতি

ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মুফতি নেয়ামত উল্লাহ, কাউনিয়া উপজেলার সভাপতি জামাল

উদ্দিন, পীরগাছার সভাপতি মুফতি আসরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের আমরা তীব্র

নিন্দা জানাই এবং জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকায় আমরা হতাশ। ইহুদিরা সারা বিশ্বের

মুসলমানদের শত্রু। আর যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েল মুসলিমদের উপর বর্বরতা

চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিন ও ইরানে যেসব মুসলিমদের হত্যা করা হয়েছে, জাতিসংঘের কাছে

সেসব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা। 

তারা বলেন, যুদ্ধবিরতির নামে ইসরায়েলকে রক্ষা করার অপচেষ্টা চলছে। মুসলমানদের ধ্বংস

করতে আন্তর্জাতিকভাবে চক্রান্ত অব্যাহত রয়েছে। সময় এসেছে বিশ্ব মুসলিম উম্মাহকে

একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তোলার।

‎বক্তারা মুসলিম রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় মুসলমানদের এক হওয়ার,

ইহুদি-নাসারাদের পণ্য বর্জনের এবং ইসলাম কায়েমে একযোগে কাজ করার। বিশ্ব মুসলিম

উম্মাহর শান্তি ও বিজয়ের জন্য বিশেষ মোনাজাতও করেন নেতাকর্মীরা।