ঢাকা | সোমবার | ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

মৌসুমী, ফারিয়া, সাবিলা নূরের ব্যাংক হিসাব জব্দ

কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কয়েকজন বিশিষ্ট তারকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দ করেছে। জব্দের তালিকায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, নুসরাত ফারিয়া এবং সাবিলা নূরসহ মোট ২৫ জন।

জাতীয় রাজস্ব বোর্ড একটি নোটিশ প্রকাশ করে জানিয়েছে, যারা সময়মতো কর পরিশোধ করেননি তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়াও, সংশ্লিষ্ট তারকদের ঠিকানায় চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

এনবিআর-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘কর সময়মতো না দেওয়ায় তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তবে ইতোমধ্যে অনেকেই কর পরিশোধ করেছেন, কেউ কেউ সময় নিয়েছেন। কর পরিশোধ করলে ব্যাংক হিসাব সংক্রান্ত সব সমস্যা দ্রুত সমাধান হবে।’

কর অঞ্চল-১২’র সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জব্দ তালিকায় আরও আছেন অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন এবং নুসরাত ইয়াসমিন তিশা। এই উদ্যোগ দেশের রাজস্ব আদায়ে আরও স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।