রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন আরপিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইফতেখারুল ইসলাম শুভ রংপুর নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
তার বিরুদ্ধে গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। সেই সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন শুভ।
আরপিএমপি কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, শুভর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম নামের চার ব্যক্তির করা পৃথক মামলায় অভিযোগ রয়েছে।
এই মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ এখন আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।