শেকড় পাবনা ফাউন্ডেশন তাদের উন্নয়ন ঘোষিত ১৬ দফা রূপকল্পের মধ্যে চারটি প্রধান দাবির দ্রুত কার্যকর বিষয়ে জোরালো আহ্বান জানিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শেকড় পাবনা ফাউন্ডেশনের প্রতিনিধিরা ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালুর সঙ্গে সঙ্গে পাবনায় সরকারি মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ অবকাঠামো এবং কার্যক্রম চালু করা, পাবনা সদর হাসপাতালকে ৫০০ শয্যার উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে উন্নীত করা এবং পাবনায় একটি আধুনিক আইটি পার্ক স্থাপনের দাবি জানান। এই দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে পাবনার স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তাফা, সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
বক্তারা উল্লেখ করেন, পাবনার সার্বিক উন্নয়নে এই দাবিগুলো সময়োপযোগী ও অত্যন্ত জরুরি। এ দাবিগুলো পূরণ হলে জেলা রাজধানীর স্বাস্থ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতে নতুন দ্বিগুণ প্রগতি লক্ষ্য করা যাবে।
সংবাদ সম্মেলনের শেষে তারা জেলার উন্নয়নে সব রাজনৈতিক নেতা এবং নাগরিকদের সক্রিয় ও সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তা উপর গুরুত্বারোপ করেন।