ঢাকা | শনিবার | ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড

ব্যাটালিয়ন (বিজিবি)।

শুক্রবার (১ আগস্ট) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন জেলার গোয়াইনঘাটের সংগ্রাম,

প্রতাপপুর, সোনালীচেলা, বাংলাবাজার এবং নোয়াকোট বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে এসব

ভারতীয় চোরাইপণ্য আটক করে।

জব্দ মালামালের মধ্যে রয়েছে— ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, থ্রি পিস, গরুর মাংস,

চিনি, টমেটো, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী

নৌকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা বলে

জানায় বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সদর

দপ্তরের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালামাল আটক করা

হয়। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আটক সব চোরাচালানী পণ্যের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে

বলে জানান তিনি।