ঢাকা | শনিবার | ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

স্পিনের জাদুতে সুপারফ lumin South Africa’s 15-year wait ends with win on Indian soil

দ্বিতীয় দিনের শেষে কলকাতা টেস্টের পুরো নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতেই। তবে স্বাগতিকদের বিপরীতে দক্ষিণ আফ্রিকার স্পিনার ও অধিনায়ক টেম্বা বাভুমার অসাধারণ দৃঢ়তায় সফরকারীরা শেষমেশ ৩০ রানে জয় লাভ করে। এটি এই জরিপের প্রেক্ষিতে ১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট জয়।

প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহর অসাধারণ বোলিং এর কারণে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৯ রানে অলআউট হয়। জবাবে ভারত সংগ্রহ করে ১৮৯ রান, ফলে তারা ৩০ রানের লিড নিয়ে খেলতে নামে। দ্বিতীয় ইনিংসে আবারও রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবের স্পিনের কাছে ১৫৩ রানে অলআউট হয় সফরকারীরা।

অধিনায়ক টেম্বা বাভুমা একাই লড়ে যান দলের তরফে, ১৩৬ বলের মুখোমুখি হন এবং অবিচল থেকে ৫৫ রানে অপরাজিত থাকেন। এর পাশাপাশি করবিন বোচ করেন ২৫ রান। জাদেজা তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।

জয়ের লক্ষ্য ছিল ১২৪ রানের। এই লক্ষ্য পূরণে মাঠে নেমে ভারতের টপ অর্ডার স্পিনারদের দুর্দান্ত দাপটে শুরুতেই মার খায়। দলীয় ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ভারতের অবস্থায় বিপর্যয় দেখা দেয়।

লোকেশ রাহুল ১, ধ্রুব জুরেল ১৩, ঋঝভ পন্থ ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান, অন্যদিকে জয়ওয়ালের ব্যাট হাতের খাতা খোয়ায়। এই ধাক্কা সামাল দিতে পারেননি ভারত, কিছুটা লড়াই করে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।

তবে ধারাবাহিক উইকেট পতনের ফলে শেষ পর্যন্ত ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান সংগ্রহ করে ভারত। প্রথম ইনিংসে ব্যাটিং করতে গিয়ে চোট পাওয়ায় মাঠ ছেড়েছেন শুভমান গিল, আর দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে পারেননি। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করে ৩০ রানে। সুন্দর ৩১ ও অক্ষর ২৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সিমন হারমার নেন ৪ উইকেট।