পুলিশ হেডকোয়ার্টারে নির্দেশনা না মেনে একজন পরিদর্শককে নারায়ণগঞ্জের সোনারগাও
থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ইসমাইল
হোসেন নামে একজন পরিদর্শক ওসি হিসেবে যোগদান করেছেন।
পুলিশ হেডকোয়ার্টারে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ১৭ জুন পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন
পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের চিঠির মাধ্যমে একটি নির্দেশনা দেওয়া
হয়। যেখানে বলা হয়েছে, ৫২ বছরের উপরে কোনো পুলিশ পরিদর্শককে থানায় ওসি হিসেবে
দায়িত্ব দেওয়া যাবে না।
ওই চিঠিতে আরও জানানো হয়, গত ১৬ এপ্রিল পলিসি গ্রুপের একটি মিটিং পুলিশ
হেডকোয়ার্টারে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত
হয়।
এতে বেশ কিছু সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়। এর মধ্যে একটি উল্লেখযোগ্য
সিদ্ধান্ত হচ্ছে যে কোনো থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ৫২ বছরের উপরে কোনো
পুলিশ পরিদর্শককে পদায়ন করা যাবে না।
পুলিশের একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলার এসপি প্রত্যুষ কুমার ৫৪ বছর বয়সী
পরিদর্শক মো. ইসমাইল হোসেনকে সোমবার (৭ জুলাই) সোনারগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন
করেন। পরিদর্শক ইসমাইল হোসেন পদায়নের নির্দেশনা পেয়ে সোমবার সন্ধ্যায় সোনারগাঁ
থানায় ওসি হিসেবে যোগদান করেছেন।
পড়ুন: ধর্ষণবিরোধী পদযাত্রার প্রকাশিত ছবিতে সত্য আড়াল করা হয়েছে: পুলিশ
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ জেলার এসপি প্রত্যুষ কুমার জানান,
ডিপার্টমেন্টের ভালোর জন্য অনেক বিষয় সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত
নেওয়া হয়। পরিদর্শক ইসমাইল হোসেনকে সোনারগা থানায় ওসি হিসেবে পদায়নের পূর্বে
সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা লঙ্ঘন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি
কোন মন্তব্য করেননি।
সোনারগাঁও থানায় ওসি হিসেবে যোগদান করা পরিদর্শক ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে
উনি জানান, পোস্টিং অর্ডার পেয়ে সোমবার ওসি হিসেবে জয়েন করেছেন তিনি। পুলিশ
হেডকোয়াটারের নির্দেশনা বিষয়ে প্রশ্ন করা হলে উনি এ বিষয়ে কিছু জানেন না বলে
জানান।