শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে
ঢুকে পড়েছেন। এ সময় তাদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। ধাওয়া-পাল্টা
ধাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া আশপাশের সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে
সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। প্রথমে শিক্ষার্থীরা সচিবালয়ের তিন
নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে প্রশাসনের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েন
তারা।
বিমান দুর্ঘটনায় নিহত-আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে এবং মঙ্গলবারের
এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার কারণে এই সরকারের এই উপদেষ্টার পদত্যাগ
চেয়েছেন তারা। এ সময় শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগ দাবি করেন
শিক্ষার্থীরা। যদিও এরইমধ্যে শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সামাজিকমাধ্যম
ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য দিয়েছেন তিনি।
শিক্ষার্থীরা বলেন, ‘মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা
স্থগিত করা হয়নি। রাত তিনটার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে? সকালে ঘুম থেকে উঠে
পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত। এমন
অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। তাই তাদের পদত্যাগের দাবিতে
সচিবালয়ের সামনে এসেছি।’
আরও পড়ুন: বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়।
সেখান থেকে বেলা দেড়টার দিকে সচিবালয়ের সামনে আসে তারা।
ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল
কলেজ, নূর মোহাম্মদ কলেজ, মিরপুর বাংলা কলেজ, কমার্স কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট
কলেজ, মিরপুর কলেজসহ বিভিন্ন কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থীসহ আরও কিছু
শিক্ষার্থী এই ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছে।
দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন
স্কুল ও কলেজে হতাহতের ঘটনায় এদিনের এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে গভীর
রাতে। এতে অনেক শিক্ষার্থীর কাছে সেই খবর পৌঁছাতে পারেনি। অনেকে এদিন কেন্দ্রে
পরীক্ষা দিতে পৌঁছেও যান সময়মতো।