ঢাকা | বুধবার | ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিক্ষা সচিবকে সরানো হয়েছে: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলন বলেছেন, শিক্ষা সচিবকে ইতোমধ্যে সরানো হয়েছে।

মঙ্গলবার(২২ জুলাই) তিনি এ কথা বলেন।

উত্তরার বিমান দুর্ঘটনার পর চলমান এইসএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে বিতর্কিত হন

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। এরপরই তাকে সরানো হলো।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো যৌক্তিক দাবি মেনে নিতে

প্রতিশ্রুতিবদ্ধ।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘মাইলস্টন ট্রাজেডির বিষয়ে

একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরিই পূর্ণাঙ্গ তদন্ত করবে কমিটিটি।

শিক্ষার্থীদের ছয়টি দাবি অনুসারে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে।’